কোর্সটি সম্পর্কে
ACS এর শিক্ষার্থীরা প্রতিবছর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষাগুলোতে মোট সীটের একটা বড় অংশ দখল করে রাখে।
২০২৩ ও ২০২৪ সালে বুয়েটে যথাক্রমে ৭৭২ ও ৮৮৫ জন জায়গা করে নেয়ার পাশাপাশি CKRUET এ চান্স পেয়েছে ১৮৭৩ ও ২৫৩৩ জন। এছাড়াও পর পর দুই বছর ৮০০ এর অধিক শিক্ষার্থী MIST ও IUT তে স্থান করে নিয়েছে। আমরা আশা করছি ২০২৪ সালে এই সংখ্যাটা ইন শা আল্লাহ আরো বৃদ্ধি পাবে।
দেশসেরা ও অভিজ্ঞ টিচারমন্ডলীর গোছানো লেকচার, পিনপয়েন্ট গাইডলাইন, সাজানো ম্যাটেরিয়ালস স্টুডেন্টদেরকে তাদের লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে কাজ করে।
এরই ধারাবাহিকতায় ২০২৫ ব্যাচকে তাদের ইঞ্জিনিয়ার হবার স্বপ্নের দাড়প্রান্তে পৌছে দিতে আমরা নিয়ে আসছি ACS Engineering Private Batch 2025.
অপূর্ব অপু দাদা, মাশরুর ভাইয়ার সাথে বুয়েট ১ম সিয়াম ভাইয়ার ফিজিক্স, সঞ্জয় দাদা ও হিমেল ভাইয়ার সাথে টপার তৈরীর কারিগর পাহলভি ভাই এর কেমিস্ট্রি, অভি দাদা ও রাকিব ভাইয়ার সাথে স্মার্ট সলভার দিপীত এর ম্যাথ এর কম্বিনেশনটা Engineering Aspirant স্টুডেন্টদের জন্য Dream Squad.
পুরো সিলেবাসের ক্লাসগুলো লাইভে হবার পাশাপাশি, আরেক সেট রেকর্ডেড ক্লাস আর্কাইভ হিসেবে পেয়ে যাবে তোমরা। এতে যেকোনো ক্লাস তুমি চাইলে তোমার সুবিধা মতন আগেই শেষ করে রাখতে পারবে।
সাথে বাংলাদেশের ২৫ ব্যাচের ট্যালেন্টেড স্টুডেন্টদের ডিসকাশন কমিউনিটিতে পরামর্শ করে নিজেকে প্রতিযোগিতায় ঝালিয়ে নেয়ার সুযোগ।
যেকোনো কনফিউশান দূর করার জন্য থাকছে ACS Doubts এর Premium Access, যেখানে ২০০ অধিক বুয়েট ও CKRUET এর ভাইয়া আপু থাকবে সার্বক্ষণিক সহযোগিতায়।
এবং নতুন এক্সাম সাইটের মাধ্যমে এক্সাম দেয়ার সুযোগ পাবে যা পূর্বের চেয়ে অনেক ফাস্ট। আর এক্সামের কোশ্চেনও এমন হবে যেনো তোমার কনফিডেন্স বুস্ট করে টাইম টু টাইম।
সবমিলিয়ে ACS ইঞ্জিনিয়ারিং ব্যাচ এর সাথে তুমি একটা লিগ্যাসির অংশ হয়ে যাবে, বুয়েটে চান্স হলে দেখবে ২১, ২২ ও ২৩ ব্যাচ, এমনকি ইনশাআল্লাহ ২৪ ব্যাচের বেশিরভাগ ভাইয়া আপু অনলাইনে এই ব্যাচেরই ছাত্র ছিলো। তাদেরই অনুসারী হয়ে তোমার স্বপ্নও সত্যি হোক এই দোয়া রইলো
সচরাচর জিজ্ঞাসা :
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও :
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U