প্রিয় Fe-26 ব্যাচ,
তোমাদের নামটা রসায়নের একটি উপাদান দিয়ে শুরু করেছি—এটাই সবচেয়ে আনন্দের। কিন্তু
ইন্টারমিডিয়েট রসায়ন এতটাও আনন্দদায়ক নয়, আমি জানি।
আমার নিজের Half yearly পরীক্ষার অভিজ্ঞতা বলি—শুধু ০.৫ মার্কের জন্য পাস করেছিলাম! অথচ
এরপর থেকে Yearly, Pre-test, Test, HSC Exam এবং Admission test এ আমার সবচেয়ে Strong
সাবজেক্ট ছিল রসায়ন। এমনকি এই ভালো লাগা থেকেই আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে ঢাবি রসায়নে ভর্তি
হই।
কীভাবে এটা জয় হলো—সেটাই আসল বিষয়।
আমি জানি, তোমাদের অনেকের অবস্থাও হয়তো আমার Half Yearly এর মতো। কেউ হয়তো নম্বরে
সন্তুষ্ট, কিন্তু নিজের পারফরম্যান্সে নয়।
তাই আমি তোমাদের কথা ভেবে, একদম পারফেক্ট ও আমার সরাসরি অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা
সমাধান নিয়ে এসেছি।
Yearly Exam শেষ। এখন সামনে নতুন চাপ—জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন।
এগুলো একদম নতুন এবং অপরিচিত টপিক। প্রথম পত্রেও অনেকদিন ধরে গ্যাপ পড়ে আছে।
এই সময়ে যদি পুরো প্রথম পত্রটা আবার রিভিশন দেয়া যেত—ভালো হতো না?
যদি উত্তর হয় “হ্যাঁ”—তাহলে এই কোর্সটি তোমার জন্য।
আমরা প্রথমে পুরো প্রথম পত্র রিভিশন দেব, সাথে সাথে নতুন করে পরিমাণগত রসায়ন ও তড়িৎ
রসায়ন শেষ করবো প্রথম সাইকেলে।
এরপরের সাইকেলে আবার পুরো ২য় পত্র রিভিশন দেবো, কিন্তু এবার নতুন করে পড়ব জৈব রসায়ন এবং
অর্থনৈতিক রসায়ন ।
তাহলে কোনো টপিকে ঝামেলা থাকবে না—ইনশাআল্লাহ।
আমরা যেভাবে ক্লাস করবো এবং রিভিশন দেবো:
-
প্রতিটি অধ্যায়ের High Voltage টপিক রিভিশন করবো—বোর্ড ও এডমিশন স্ট্যান্ডার্ড
প্রশ্ন সমাধানসহ।
-
নতুন অধ্যায়গুলো (জৈব, পরিমাণগত, তড়িত এবং অর্থনৈতিক রসায়ন) একদম ধরে ধরে বুঝিয়ে
পড়ানো
হবে।
-
প্রতি সপ্তাহে থাকবে বৃহস্পতিবার এবং শনিবার ক্লাস থাকবে।
-
সব চ্যাপ্টার বোর্ড ও এডমিশনের সাথে ম্যাপ করে দেয়া হবে।
-
প্রতিদিন ক্লাসের পরে থাকবে MCQ পরীক্ষা।
-
Monthly Guideline Session—যেখানে তোমার সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।
-
প্রতিটি ক্লাস হবে ২ ঘণ্টা করে।
আশা করি, এই প্রক্রিয়ায় রিভিশন দিয়ে তুমি তোমার একাডেমিক লাইফে একটা দারুণ কামব্যাক দিতে
পারবে। ক্লাসগুলো যেহেতু একদম কম্প্যাক্টভাবে সাজানো, তাই এডমিশনের সময় অন্তত রসায়নে তুমি
অনেক এগিয়ে থাকবে।
চলো তাহলে শুরু করি—Academic Comeback with OxyChem.
সাথে আছি—
✅ একজন Passionate Chemistry Mentor – Naimur Vaiya.
✅ ২ বার Complete রিভিশন সাইকেল
Course Timeline :
Cycle-01- 12 June 2025 to 15 August 2025
Course Syllabus :
Cycle -01: সম্পূর্ণ রসায়ন ১ম পত্র রিভিশন, পরিমানগত রসায়ন, তড়িৎ রসায়ন